নতুন বিশ্ববিদ্যালয়ের দাবিতে ‘অধ্যাদেশ মঞ্চ’ গড়ে আন্দোলনে নামছে সাত কলেজ
![]() |
| সাত কলেজের লোগো |
ঢাকার সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধের পর এবার ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ গড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’।
আজ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আগামীকাল সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব থেকে ভ্রাম্যমাণ ‘অধ্যাদেশ মঞ্চ’ কর্মসূচির উদ্বোধন করা হবে। একই সঙ্গে সাতটি কলেজ ক্যাম্পাসে আরও পাঁচটি ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে।
সংগঠনটির ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসব মঞ্চ থেকে দেশবরেণ্য রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ ও বিভিন্ন সুধীজনকে যুক্ত করবেন। পাশাপাশি দেশবাসীর সামনে তাঁদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হবে। ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চটি ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পালাক্রমে প্রতিটি ক্যাম্পাসে যাবে। এরপর ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ অধ্যাদেশ মঞ্চ এবং সাত ক্যাম্পাসে স্থাপিত মঞ্চগুলো নিয়ে শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জমায়েত হবেন।
সংগঠনটি জানায়, ২২ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়ে তা বাংলাদেশ গেজেটে প্রকাশ করা হলে সায়েন্স ল্যাবের গণজমায়েত থেকে রাষ্ট্র ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিজয় মিছিল করা হবে। আর যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তাহলে ওই গণজমায়েত থেকেই যমুনা কিংবা সচিবালয়ের উদ্দেশে বৃহৎ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির কারণে সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে উল্লেখ করে রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ শিক্ষা মন্ত্রণালয়ে সাত কলেজের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতা ও শিক্ষার্থীদের সঙ্গে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের খসড়াটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের আসন্ন সভায় উপস্থাপনের সর্বাত্মক চেষ্টা করা হবে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় আজ আলাদা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত খসড়াটি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আশা, দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটি উপস্থাপনের চেষ্টা চলছে। এ লক্ষ্যে খসড়ার আইনি যাচাই বা ভেটিংয়ের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, সম্প্রতি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’–এর খসড়া পরিমার্জন করে নতুন একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন খসড়া অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও সংশ্লিষ্ট কলেজগুলো তাদের বর্তমান স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। সহজভাবে বলতে গেলে, এটি অনেকটাই বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ব্যবস্থার মতো, যদিও পুরোপুরি একই নয়।

Comments
Comments