[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আপাতত হচ্ছে না পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচন

প্রকাশঃ
অ+ অ-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

পাবনা–১ ও পাবনা–২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নিয়ে জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শুক্রবার জানিয়েছে ইসি। আপিল বিভাগের আদেশের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত থেকে পরবর্তী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত পাবনা–১ ও পাবনা–২ আসনের নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’

গত সোমবার পাবনা–১ ও পাবনা–২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির একটি অংশ স্থগিত করেন আপিল বিভাগ। এই স্থগিতাদেশ লিভ টু আপিল, অর্থাৎ আপিলের অনুমতি চেয়ে আবেদন করা পর্যন্ত কার্যকর থাকবে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর এ–সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা নিয়ে পাবনা–১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে নিয়ে পাবনা–২ আসন চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশনের ওই গেজেটে এই দুই আসনসংক্রান্ত অংশের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন