[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কারামুক্ত তাহরিমা জান্নাতের বাসায় গিয়ে ন্যায়বিচার না পাওয়ার কথা বললেন নাহিদ ইসলাম

প্রকাশঃ
অ+ অ-
দেখা করার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সোমবার দিবাগত রাত একটার পর গাজীপুরের টঙ্গী এলাকায় | ছবি: ভিডিও থেকে নেওয়া

চাঁদাবাজির একটি মামলায় জামিনে কারামুক্ত হওয়ার পর জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত, সুরভীকে দেখতে গাজীপুরে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দিবাগত রাত একটার দিকে তিনি তাহরিমার টঙ্গীর বাসায় যান।

দেখা করার পর নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, তাহরিমা জান্নাতের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি এবং পুরো ঘটনাটি ছিল বানোয়াট। তিনি বলেন, 'আমরা তাহরিমা জান্নাত সুরভীর বাসায় এসেছি, তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছি। তাঁকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। আপনারা জানেন, তাঁর বয়স গোপন রেখে আদালত রিমান্ড মঞ্জুর করেছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং আমাদের জুলাইয়ের জনতা এ বিষয়ে জোরালো প্রতিবাদ জানায়। পাশাপাশি গাজীপুরের নাগরিক পার্টির নেতা-কর্মী ও আইনজীবীদের চেষ্টায় তাঁর রিমান্ড বাতিল হয়। আমাদের কথা হচ্ছে, সুরভী যদি কোনো অন্যায় করেও থাকেন, তাহলে দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি ও নাগরিক সুবিচার পাওয়ার কথা, তিনি তা পাননি। তাঁর সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। পরে আমরা জানতে পেরেছি, পুরো ঘটনাটিই ছিল সাজানো।'

এনসিপির আহ্বায়ক আরও বলেন, 'কিছু কিছু গণমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্র হননের চেষ্টা করছে। তাহরিমা জান্নাতের ঘটনাটি তারই একটি ধারাবাহিক অংশ। আমরা লক্ষ করেছি, কয়েকটি গণমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থানের নেতাদের বিষয়ে কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করেই একতরফাভাবে প্রচার করে। নির্বাচন সামনে রেখে পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। দেশের মানুষ জানে, ৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করেছে, কারা জমি দখল করেছে। কিন্তু সেসব আড়াল করতে প্রকৃত চাঁদাবাজদের ছেড়ে দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানকারীদের ওপর মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা চলছে।'

এর আগে গতকাল সকালে এক সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাতকে আদালতে হাজির করে পুলিশ এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। পরে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে তাহরিমার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাতের বিরুদ্ধে মামলাটি করা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন