[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি পরীক্ষার্থী ৫৩, আজ ‘এ’–র ফল প্রকাশ

প্রকাশঃ
অ+ অ-
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র হিসেবে একযোগে পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই পালায় হলেও আজ ‘বি’ ইউনিটের পরীক্ষা এক পালায় নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হয় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এমসিকিউ পদ্ধতিতে। এই ইউনিটে ৫৮৪টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদন করেছেন ৩০ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। এর ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৫৩ জন।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৯টা থেকেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকরা নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। সকাল সোয়া ১০টায় কেন্দ্রের গেট খোলা হয়। পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো মেমোরি যুক্ত ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি। পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোয় অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, পরীক্ষা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ্ হাসান নকীব রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে ব্রিফিং দেবেন। ‘বি’ ইউনিটের অধীনে ব্যবসায় শিক্ষা অনুষদে ৫৪০টি আসন ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ৪৪টি আসন রয়েছে।

দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং রংপুর অঞ্চলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দুটি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে আছে।

এর আগে ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ ‘এ’ ইউনিটের ফল প্রকাশের কথা রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন