সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা চেয়ে মানববন্ধন করবে ছাত্রদল
![]() |
| রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো শিক্ষকের ব্যানার ছিঁড়ে ফেলেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা নিশ্চিত করার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাখা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ এবং উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কর্মসূচি আজ সোমবার বেলা একটায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে ঘটানো অশোভন ও উত্তেজনাকর কর্মকাণ্ডের কারণে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতা-কর্মীকে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী এবং সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বিশেষ আহ্বান জানিয়েছেন।
কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী হোয়াটসঅ্যাপে লিখিতভাবে বলেন, ‘মানসিক চিকিৎসাকেন্দ্রের অবহেলায় দিন দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উন্মাদের সংখ্যা বাড়ছে। এর মধ্যে এক বদ্ধ উন্মাদ সালাহউদ্দিন আম্মারও রয়েছে। উপযুক্ত চিকিৎসার অভাবে সে ক্রমশ শিক্ষার্থী থেকে প্রশাসকের ভূমিকায় অভিনয়ের ভীমরতিমূলক জটিলে আক্রান্ত হচ্ছে। দেশের পরিচিত মনোবিদ ও পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসাকেন্দ্র থাকা সত্ত্বেও উপাচার্য ও উপ-উপাচার্যদের অবহেলায় মেধাবী শিক্ষার্থীটি মানসিক ভারসাম্য হারিয়ে অশোভন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ফাটল দেখা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সুচিকিৎসা না করা হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে। বারবার অনুরোধ সত্ত্বেও মানসিক চিকিৎসাকেন্দ্র সঠিক পরিচর্যা না করায় এই অছাত্রসুলভ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অনতিবিলম্বে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। চিকিৎসার ক্ষেত্রে কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না। যদি ২৪ ঘন্টার মধ্যে সুচিকিৎসার ব্যবস্থা না হয়, কঠোর কর্মসূচি নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি যে ব্যানার টানিয়েছিলেন, সেটি কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ছিঁড়ে ফেলেছেন।
বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে প্যারিস রোডে এই ব্যানার গতকাল দুপুরে ছিঁড়ে ফেলা হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আম্মার তাঁর ফেসবুক পোস্টে জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে নির্দেশ দেন, বেলা দুইটার আগে ব্যানারটি খুলে নেওয়ার জন্য।
এর আগে, গত সেপ্টেম্বরে পোষ্য কোটা বহালের সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনসহ একাধিক শিক্ষক-কর্মকর্তার সঙ্গে সালাহউদ্দিন আম্মারের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল।
গত ১৭ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া আওয়ামী লীগপন্থী ডিনদের পদত্যাগের সময় তিনি বেঁধে দেন এবং ডিনদের চেয়ারে বসে থাকলে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ও ‘বাকিটা বুঝিয়ে দেব’ বলে হুঁশিয়ারি দেন। পরে তিনি ডিনদের পদত্যাগপত্র লিখে এনে একে একে সবাইকে কল দেন এবং প্রশাসন ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দেন।
এমন পরিস্থিতিতে উপাচার্যের সঙ্গে বৈঠকে আওয়ামীপন্থী ছয় ডিন রুটিন দায়িত্ব পালনে অপারগতা জানান। এছাড়া, ১৯ ডিসেম্বর তিনি হুঁশিয়ারি দেন, আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত কোনো শিক্ষক-কর্মকর্তা যদি চাকরি করে, তাদের প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে।

Comments
Comments