[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নাটোর-১ আসনে ভাই-বোনের প্রতিদ্বন্দ্বিতা জারি

প্রকাশঃ
অ+ অ-
মোহাম্মদ ইয়াসির আরশাদ ও ফারজানা শারমিন | ছবি: সংগৃহীত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চূড়ান্ত তালিকায় রয়েছেন মোহাম্মদ ইয়াসির আরশাদ। তিনি গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার পর হোয়াটসঅ্যাপে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। তবে এর আগেই রিটার্নিং কর্মকর্তা তাঁর নাম চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন।

এই আসনে ইয়াসির আরশাদের বোন ফারজানা শারমিন বিএনপির প্রার্থী। তারা দুজনই বিএনপির প্রয়াত কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান (পটল)-এর সন্তান।

রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের সময় মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত ছিল। প্রার্থীকে নিজে উপস্থিত হয়ে অথবা নিজের স্বাক্ষরযুক্ত আবেদনপত্র তাঁর মনোনীত ব্যক্তির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হতো। হোয়াটসঅ্যাপে পাঠানো দরখাস্ত গ্রহণযোগ্য নয়।

মোহাম্মদ ইয়াসির আরশাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, যারা সময়মতো মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁদের বাদ দিয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে এবং বিকেল পাঁচটার পর নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াসির আরশাদ সময়মতো রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থিত হয়ে বা স্বাক্ষরিত দরখাস্ত জমা দেননি। তাই তাঁর নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

লালপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বলেন, ‘বিকেল সাড়ে পাঁচটার দিকে স্বতন্ত্র প্রার্থী ইয়াসির আরশাদ হোয়াটসঅ্যাপে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পাঠান। আমি তাৎক্ষণিকভাবে সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছিলাম। তিনি বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন