দল ছেড়ে বিএনপির পাশে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা
![]() |
| সানোয়ার হোসেন | ছবি: সংগৃহীত |
কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। গত সোমবার রাতে তিনি দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে চিঠি দেন। রাত সাড়ে নয়টার দিকে নিজের ফেসবুক আইডিয়াতে আবেদনপত্রটি পোস্ট করেন।
এর আগে কৃষক শ্রমিক জনতা লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই প্রেক্ষাপটে গত রোববার রাতে উপজেলার সিলিমপুরে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সানোয়ার হোসেন সখীপুর-বাসাইল আসনে তাঁর সমর্থন প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, তিনি কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
কিন্তু এসব দাবি খারিজ করেছেন সানোয়ার হোসেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, ‘আমি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অব্যাহতি চেয়েছি। কোথাও যোগদানের কোনো সিদ্ধান্ত নেই। আপাতত রাজনীতির বাইরে আছি।’
তবে নির্বাচনের প্রসঙ্গে সানোয়ার হোসেন বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর দলের রাজনীতি করেছি। বিএনপিও একজন বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সেই কারণে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে আমার জায়গা থেকে যতটুকু পারি, সমর্থন থাকবে।’
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হচ্ছেন বিএনপি মনোনীত আহমেদ আযম খান, জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম খান, জাতীয় পার্টির নাজমুল হাসান এবং স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর।

Comments
Comments