‘আম্মারের ঠিকানা, পাবনা পাবনা’ স্লোগানে ছাত্রদলের মানববন্ধন
![]() |
| রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন করেছে। একই সঙ্গে তাঁর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর ছাত্রদলের নেতা-কর্মীরা উপাচার্য সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় তারা ‘আম্মারের ঠিকানা, পাবনা পাবনা’, ‘পাগলের ঠিকানা, পাবনা পাবনা’ স্লোগান দেন।
মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুলতান আহমেদ (রাহী), সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান (সোহাগ), সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মিঠু) এবং রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন।
শাকিলুর রহমান বলেন, ‘একজন পাগল তারুণ্যের উন্মাদনার নামে বিশ্ববিদ্যালয়ে যা-তা করে বেড়াচ্ছে। আমি বলতে চাই, তারুণ্যের উন্মাদনা আর মানসিক সমস্যা এক নয়।’
সুলতান আহমেদ রাহী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুস্থ রাখতে আমরা ধৈর্য ধরে আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনতিবিলম্বে ২৪ ঘণ্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন শিক্ষার্থীর সুচিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যদি তা না করা হয়, আমরা মনে করব প্রশাসনের নির্দেশে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিড়ে ফেলা হয়েছে।’
কর্মসূচিতে সংহতি জানিয়ে অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন বলেন, ‘আমাদের এই ব্যানার ছিড়ে জাতীয়তাবাদী দলকে নিঃশেষ করা যাবে না। সে ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। ছাত্রদলের সঙ্গে একাত্মতা জানিয়ে আমরা তীব্র নিন্দা, প্রতিবাদ এবং কঠিন শাস্তির দাবি করছি।’
উপাচার্যের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ মানসিক চিকিৎসা কেন্দ্র এবং মনোবিদ থাকা সত্ত্বেও কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় মানসিক সহায়তা ও নিয়মিত পরিচর্যার ঘাটতি রয়েছে। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক। বিশেষ করে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার, যিনি একজন মেধাবী শিক্ষার্থী, দীর্ঘদিন ধরে মানসিক ও আচরণগত জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বলে পরিলক্ষিত হচ্ছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, উপযুক্ত ও নিয়মিত চিকিৎসা ও পরামর্শের অভাবে তাঁর আচরণে অসংগতির প্রকাশ ঘটছে, যা শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কসহ বিশ্ববিদ্যালয়ের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একজন শিক্ষার্থীর মানসিক সুস্থতা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ বলে তারা মনে করেন।
সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য উপাচার্যকে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মানসিক চিকিৎসা কেন্দ্রকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হোক। এছাড়া চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য যেন না ঘটে, সে বিষয়েও সদয় দৃষ্টি কাম্য। তারা বিশ্বাস করেন, উপাচার্যের বিচক্ষণ নেতৃত্বে বিষয়টি মানবিকতা ও প্রশাসনিক দায়িত্ববোধের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার ছিড়ে ফেলেছেন সালাহউদ্দিন আম্মার। এই ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরের সামনে প্যারিস রোডে গতকাল দুপুরে। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে আম্মার তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদারকে বেলা দুইটার আগে ব্যানার খুলে নেওয়ার সময় বাধা দিতে হবে।

Comments
Comments