[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রমজানে এলপিজির সংকট কেটে যাওয়ার আশ্বাস

প্রকাশঃ
অ+ অ-
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান | ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসের আগেই দেশে চলমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট দূর হবে বলে আশ্বস্ত করেছেন এলপিজি অপারেটররা। মঙ্গলবার রেল ভবনের সভাকক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় তাঁরা এই প্রতিশ্রুতি দেন। মূলত এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে এই সভার আয়োজন করা হয়।

সভায় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, 'আগামী জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজানে যেন এলপিজির কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট থাকতে হবে।' এক তথ্যবিবরণীতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

উপদেষ্টা আরও উল্লেখ করেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের জন্য অপারেটররা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবায়িত হয়। এই লক্ষ্য পূরণে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন।

অন্যদিকে, এলপিজি অপারেটররা জানান যে আন্তর্জাতিক বাজারে প্রতিকূল পরিস্থিতির কারণে মাঝে এলপিজি আমদানিতে কিছু বিঘ্ন ঘটেছিল। তবে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মূল্য বৃদ্ধির অভিযোগ তাঁরা অস্বীকার করেছেন। তাঁরা উপদেষ্টাকে জানান, চলতি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির যে লক্ষ্যমাত্রা রয়েছে, তা সফলভাবে সম্পন্ন হলে দেশে গ্যাসের বিদ্যমান সংকট অনেকটাই দূর হয়ে যাবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন