[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে দুই যাত্রী নিহত, আহত ২০

প্রকাশঃ
অ+ অ-
দুর্ঘটনাকবলিত বাস। গতকাল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন 

কুমিল্লার দাউদকান্দিতে ঘন কুয়াশার কারণে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রাত পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মজিবুল হক মজুমদারের ছেলে সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৬)।

আহতদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীর মো. নিশাত (২৫) ও মো. তারেক (২৬) এবং কুমিল্লার দাউদকান্দির একরামুল হক (২১)কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সোনাইমুড়ীর মো. ইসমাইল (২৮), মানিক মিয়া (৩৩), একরামুল হক (৩৪), ফেনীর মাইনউদ্দিন (২৬), কোম্পানীগঞ্জের ইকবাল হোসেন (২৭) ও হৃদয় দেব (২৫)কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সেতুতি দে জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাতের দিকে ফেনীর দিকে যাচ্ছিল। কুয়াশার কারণে বাসটি দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কে উল্টে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান, বাকিদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, নিহত দুজনের লাশ ও দুর্ঘটনাগ্রস্ত বাস হেফাজতে রাখা হয়েছে। স্বজনেরা থানায় পৌঁছালে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন