[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা

প্রকাশঃ
অ+ অ-
গ্যাস | প্রতীকী ছবি

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে এলএনজি থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে কমতে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায়, যেখানে বসতবাড়ি এবং অন্যান্য খাতে গ্যাসের স্বল্পচাপ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মাসের শুরু থেকেই এলপিজি বাজারের সংকট ও দামের চাপ পরিস্থিতি আরও জটিল করেছে।

তিতাস গ্যাস জানিয়েছে, শনিবার দুপুর ১২টা থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ চলবে। এ সময়ে জাতীয় গ্রিডে এলএনজি থেকে সরবরাহ কম থাকার কারণে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতের গ্রাহকরা স্বাভাবিকের তুলনায় কম চাপের গ্যাস পাবেন।

সূত্রের খবর, দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, কিন্তু জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে মাত্র ২৫০–২৬০ কোটি ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১২০ কোটি ঘনফুটের ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি পূরণ হয় আমদানিকৃত এলএনজির মাধ্যমে। তবে রক্ষণাবেক্ষণের সময় এই সরবরাহও কমে যায়।

বসতবাড়িতে প্রভাব সবচেয়ে বেশি পড়ছে। রাজধানী ও আশপাশের এলাকায় সকাল ও সন্ধ্যার সময়ে অনেক চুলায় আগুন জ্বলে না বলে গ্রাহকরা অভিযোগ করেছেন। শীতকালে রান্না ও দৈনন্দিন কাজ চালাতে গিয়ে এই সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

পাইপলাইনের গ্যাসের বিকল্প এলপিজি বাজারেও এই মাসের শুরু থেকেই সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, শীতকাল, পরিবহন জটিলতা ও আমদানির ওপর নির্ভরতার কারণে সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে এলপিজি সিলিন্ডার পেতে দেরি হচ্ছে এবং কিছু জায়গায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

শিল্প ও বিদ্যুৎ খাতেও প্রভাব পড়েছে। অনেক কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, কোথাও আংশিক বন্ধ রাখা বা শিফট কমানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ঘাটতির কারণে বিকল্প জ্বালানি ব্যবহার বাড়ছে, যা উৎপাদন খরচ বাড়াচ্ছে।

তিতাস গ্যাস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ শেষ হলে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। তবে চাহিদার তুলনায় সামগ্রিক ঘাটতি থাকায় বসতবাড়ি ও সব খাতে পুরোপুরি স্বস্তি ফিরতে কিছুটা সময় লাগতে পারে। সংস্থাটি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সংকটকালে গ্যাস সাশ্রয়ী ব্যবহারের জন্য গ্রাহকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন