[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শৈত্যপ্রবাহের এলাকা কমেছে, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রিতে

প্রকাশঃ
অ+ অ-
শীতের কাপড় বিক্রি করতে গ্রামের পথে সাইকেলে ঘুরছেন এই ব্যবসায়ী। ছবিটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম এলাকা থেকে তোলা। ১৩ জানুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন

দেশে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা আজ মঙ্গলবার কমেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। যদিও রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা কম থাকলেও আগামীকাল বুধবার থেকে সারা দেশে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। এই পরিস্থিতি তিন থেকে চার দিন থাকতে পারে। এরপর তাপমাত্রা আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই স্থানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টানা ছয় দিন ধরে এই এলাকায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।

আজ তিনটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী। গতকাল শৈত্যপ্রবাহ ছিল ৮টি জেলায়। তার আগের দিন এই সংখ্যা ছিল ১০।

আবহাওয়া অফিসের হিসাবে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটি তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কমলেও আগামীকাল থেকে তাপমাত্রা আবার কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি বলেন, ‘আগামীকাল থেকে চার দিন ধরে তাপমাত্রা কমে যেতে পারে। তবে এরপর তাপমাত্রা আবার বাড়তে পারে।’

আজ রাজধানীতে গতকালের তুলনায় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বেড়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে গেলে শীতের অনুভূতি বেশি হয়। রাজধানীতে গত বছরের ২৯ ডিসেম্বর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল ১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ৭২ বছরের মধ্যে এটি ছিল সর্বনিম্ন ব্যবধান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন