[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লালপুরে বাবার পাশে চিরশান্তিতে শায়িত করপোরাল মাসুদ রানা

প্রকাশঃ
অ+ অ-
সুদানে ড্রোন হামলায় শহীদ সেনা কর্মকর্তা মাসুদ রানার রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হয়। আজ রোববার বিকেলে নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত করপোরাল মাসুদ রানার দাফন রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হন।

বেলা আড়াইটার দিকে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাঁর মরদেহ বহনকারী সেনাবাহিনীর একটি হেলিকপ্টার লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়ায় তাঁর গ্রামের বাড়ি সংলগ্ন করিমপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে। সেখানে স্বজনদের আহাজারিতে চারপাশ ভারী হয়ে ওঠে। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। দেশের এই বীর সন্তানকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই বাড়িতে মানুষ ভিড় জমান।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা সেনানিবাসে শহীদ মাসুদ রানার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারে মরদেহ নাটোরে আনা হয়। গ্রামের বাড়িতে কিছু সময় রাখা হয় এবং বিকেলে বোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, মরদেহ বহনকারী হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণসহ দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একটি দল।

শহীদ মাসুদ রানা ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ ১৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর গত ৭ নভেম্বর তিনি স্ত্রী ও আট বছরের একমাত্র মেয়েকে রেখে শান্তি রক্ষা মিশনে সুদান যান। মিশন শুরুর মাত্র এক মাস সাত দিনের মাথায় সন্ত্রাসীদের হামলায় তিনি শাহাদাত বরণ করেন। শান্তিরক্ষী হিসেবে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্নে দেশ ছাড়লেও কফিনে করে ফিরেছেন এই বীর।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বরোচিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী শহীদ হন। করপোরাল মাসুদ রানার মৃত্যু তার মধ্যে অন্যতম।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন