[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মৌলভীবাজারে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

প্রকাশঃ
অ+ অ-
মৌলভীবাজারের মানচিত্র

পূর্বশত্রুতার জের ধরে মৌলভীবাজারের বড়লেখায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। একই ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি মাঠ গুদাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর ছেলে কুয়েত প্রবাসী জামাল হোসেন (৫০) ও কৃষক আবদুল কাইয়ুম (৪৫)। জামাল হোসেন কয়েক মাস আগে দেশে এসেছেন। আহত মো. জমির উদ্দিন একই গ্রামের মৃত আবদুস সবুরের ছেলে।

পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জের ধরে হামলা সংঘটিত হয়েছে। তবে কী কারণে পূর্বশত্রুতা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও এ ঘটনায় কোনো মামলা হয়নি। কাউকে আটক বা গ্রেপ্তারও করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল হোসেন ও আবদুল কাইয়ুমের সঙ্গে প্রতিবেশী জমির উদ্দিনদের পূর্ববিরোধ ছিল। এর জেরে আজ বিকেলে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় জামাল ও কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় প্রতিপক্ষের জমির উদ্দিন আহত হন। আহত জমির উদ্দিনকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান আজ রাতে বলেন, ‘নিহত দুজন আপন দুই ভাই। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। আমরা তাঁদের ঘটনাস্থলেই মৃত পাইছি। প্রতিপক্ষ জমির উদ্দিনদের সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে হামলা সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানার জন্য স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন