[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপির শ্রমিকনেতাকে গুলি: পুলিশ

প্রকাশঃ
অ+ অ-
এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার | ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার (৪২) ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা। সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। শুরুতে তিনি পুলিশকে জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে গেছে। তবে পুলিশি তদন্তে জানা যায়, ঘটনাটি রাস্তায় নয়, বাসার ভেতরেই ঘটেছে।

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, গুলিটি মোতালেব শিকদারের মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে যায়। এতে রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে ভুক্তভোগী আমাদের জানিয়েছিলেন, রাস্তায় মোটরসাইকেলে এসে তাঁকে গুলি করে চলে যায়। পরে দেখা যায়, ঘটনাটি ঘরের ভেতর ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক–দুজন তাঁকে ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাঁকে কারা হাসপাতালে নিয়ে গেছেন, সেটিও আমরা খুঁজে দেখছি।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পুলিশের কাছে খবর আসে যে এনসিপির একজন নেতা গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, তিনি গাজী মেডিকেল কলেজের পাশে গুলিবিদ্ধ হন। এরপর ভুক্তভোগীর কাছে পুলিশের একটি দল পাঠানো হয়। গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়। ওই ফুটেজে দেখা যায়, গতকাল রোববার রাতে ভুক্তভোগী তাঁর সঙ্গে থাকা আরও দুজন পুরুষসহ একটি গাড়িতে করে সেখানে আসেন। রাত সাড়ে ১২টার দিকে তাঁরা গাড়ি থেকে নেমে গাজী মেডিকেলের পেছনের আল–আকসা মসজিদের দিকে যান। ওই তথ্যের ভিত্তিতেই ঘটনাস্থল শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, ‘আমরা মুক্তা হাউস নামের একটি বাড়িতে এসে নিশ্চিত হই, ঘটনাস্থল এখানেই। বাড়ির বিভিন্ন জায়গায় রক্তের দাগ পাওয়া গেছে। ঘরে ঢুকে দেখা যায়, সেখানে মাদকের উপস্থিতি ছিল। বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি, সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে অন্তঃকোন্দলের কারণেই গুলির ঘটনা ঘটেছে।’

মুক্তা হাউসের মালিক আশরাফুন নাহার বলেন, একজন নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, স্বামীসহ সেখানে থাকবেন। তবে বাসাটিতে নিয়মিত অন্য লোকজনের যাতায়াত ছিল। এ কারণে তাঁকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়। তিনি প্রায় এক মাস আগে বাসাটি ভাড়া নেন।

এনসিপির খুলনা মহানগরের সংগঠক সাইফ নেওয়াজ বলেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক এবং খুলনা বিভাগীয় আহ্বায়ক। সামনে দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল, যার প্রস্তুতিতে তিনি যুক্ত ছিলেন।

এনসিপির খুলনার সংগঠক হামীম আহম্মেদ রাহাত বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, ব্যক্তিগত কাজে বের হওয়ার সময় তাঁর ওপর হামলা হয়। ঘটনার প্রকৃত কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে বের করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আহত মোতালেব শিকদারের মা বলেন, তাঁর ছেলে আগে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। এনসিপির মাধ্যমে তাঁর রাজনীতি শুরু হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন