[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে গেলেন মা-বাবা, উদ্ধার করলেন অটোচালক

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া দুই শিশু | ছবি: পদ্মা ট্রিবিউন

চট্টগ্রামের আনোয়ারায় অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন তাদের মা–বাবা। কনকনে শীতে ওই দুই শিশুকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন সিএনজিচালিত অটোরিকশা চালক মহিম উদ্দিন।

রোববার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। মেয়েশিশুটির বয়স চার বছর এবং ছেলেশিশুটির বয়স দুই বছর। মেয়েটি জানায়, তার নাম আয়েশা ও ভাইয়ের নাম মোরশেদ। তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম এবং মা ঝিনুক আখতার।

আজ সোমবার দুপুরে গুচ্ছগ্রাম এলাকায় মহিম উদ্দিনের বাড়িতে গিয়ে শিশু আয়েশার সঙ্গে কথা বলা হয়। সে জানায়, তাদের মা–বাবা এক খালাকে দিয়ে সড়কের পাশে রেখে চলে গেছেন।

মহিম উদ্দিন বলেন, সন্ধ্যার পরও সড়কের পাশে কাঁপতে কাঁপতে বসে থাকা দুই শিশুকে দেখে তিনি কাছে যান। বড় শিশুটির সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে তাদের বাড়িতে নিয়ে আসেন।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বলেন, দুই শিশুই অসুস্থ। ছোট শিশুটি প্রতিবন্ধীও। রাতে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর পর তারা কিছুটা স্বস্তি পায়। তাঁর ধারণা, শিশুদের অসুস্থতার কারণে মা–বাবা তাদের ফেলে রেখে গেছেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ‘সেইভ হোমে’ পাঠানোর ব্যবস্থা করা হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন