[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বরযাত্রী নিয়ে নৌকা ঘন কুয়াশায় পথভ্রষ্ট, ১২ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বরযাত্রীসহ নৌকাটিকে নিরাপদে মাদারগঞ্জের জামথল ঘাটে ভেড়ানো হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

পৌষের রাতের অন্ধকার ছাপিয়ে ঘন কুয়াশায় ঢেকে যায় যমুনা নদী। এর মধ্যেই বর-কনেসহ ৪৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা গন্তব্যের পথে যাচ্ছিল। হঠাৎ দিক হারিয়ে নদীর মাঝখানের একটি চরে আটকে যায় নৌকাটি। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হয়। তবে ঘন কুয়াশার কারণে নৌকাটির সন্ধান পাওয়া যাচ্ছিল না।

প্রায় ১২ ঘণ্টা পর, আজ শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় নৌকাটির খোঁজ পাওয়া যায়। বেলা ১১টা ৪৫ মিনিটে এটি নিরাপদে মাদারগঞ্জের জামথল ঘাটে ভেড়ানো হয়। দীর্ঘ সময় নদীতে আটকে থাকার কারণে এক বৃদ্ধ বরযাত্রী অসুস্থ হলেও বাকিরা সুস্থ আছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসানের (২০) বিয়ের আয়োজন ছিল। কনের এলাকা বগুড়া শহরের সাবগ্রাম চারমাথায়। এ উপলক্ষে গতকাল সকালে ৪৬ জন বরযাত্রী নৌকায় ওই এলাকায় যান। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর-কনেসহ সন্ধ্যা ছয়টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে মাদারগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা। যমুনা নদীর মাঝখানে এসে ঘন কুয়াশায় মাঝি দিক হারান।

কোনো পথ না পেয়ে রাত ১১টার দিকে নৌকা থেকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন বরযাত্রীরা। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন উদ্ধার চেষ্টা চালান। তবে ঘন কুয়াশার কারণে নদীতে কেউ যেতে পারছিল না। পরে আজ সকালে ফায়ার সার্ভিস স্থানীয় মাঝিদের নৌকা পাঠিয়ে আটকে পড়া বরযাত্রীদের অবস্থান নিশ্চিত হয়। এরপর মাঝিরা নৌকাটি জামথল ঘাটের দিকে নিয়ে যান।

এ বিষয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রইস উদ্দিন বলেন, ‘রাতেই বিষয়টি আমাদের জানানো হয়; কিন্তু তখন নদীতে যাওয়া সম্ভব ছিল না, খুব ঘন কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। সকালেও কুয়াশা ছিল। পরে আমরা স্থানীয় মাঝিদের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের সহযোগিতায় নৌকাটির অবস্থান নিশ্চিত হয়। আমাদের নির্দেশনায় মাঝিরা নৌকাটিকে ধীরে ধীরে নদীর পাড়ে নিয়ে আসে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন