[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর

প্রকাশঃ
অ+ অ-
ঠাকুরগাঁও শহরে গতকাল শুক্রবার দিবাগত রাতের আঁধারে হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুরের ঘটনা ঘটে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঠাকুরগাঁও শহরের একটি মাজারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এটি ঘটেছে। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন ও ভক্তরা মাজারে গেলে বিষয়টি জানতে পারেন।

বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সদর দপ্তরের কাছে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার অবস্থিত। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাজারটি শতাধিক বছরের পুরনো। আজ সকালে দেখা গেছে, মাজারের প্রধান ঘরের দরজা ও জানালা ভাঙা রয়েছে। মাজারের পাশের দুটি কবরও ভাঙা।

হজরত বাবা শাহ সত্যপীরের মাজারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন


মাজারের ভক্ত আবদুল আলীম হোসেন বলেন, ‘ছোটবেলা থেকে মাজারটি দেখছি। মাজারে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কিছু করা হয় না। তারপরও কারা মাজারটি ভাঙচুর করল, তা বুঝতে পারছি না।’

মাজার কমিটির সভাপতি এনামুল হক বলেন, বছরের পর বছর শত শত ভক্ত মাজারে এসে তাঁদের কার্যক্রম চালান। বাজারের সঙ্গে যুক্ত কার্যক্রম নিয়েও কখনো কারও মনে কোনো প্রশ্ন জাগেনি। যাঁরাই মাজার ভাঙচুর করেছেন, তাঁদের মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভাঙচুর করা হয়েছে মাজারের পাশের দুটি কবরও | ছবি: পদ্মা ট্রিবিউন

মাজারে ভাঙচুরের খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনের পর ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, মাজার ভাঙচুরে ধর্মীয় উগ্রপন্থীরা জড়িত থাকতে পারেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, মাজার ভাঙচুর হলেও সেখানে কোনো চুরির ঘটনা ঘটেনি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন