[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সরে দাঁড়ালেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার

প্রকাশঃ
অ+ অ-
সংবাদ সম্মেলনে কথা বলছেন সিরাজুল ইসলাম সরদার। পাশে উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ | ছবি: পদ্মা ট্রিবিউন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসন থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও এই আসনের সাবেক সংসদ সদস্য।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া বলেন, 'পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার সোমবার নির্ধারিত সময়ের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নিয়ম অনুযায়ী এই নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না।' 

নির্বাচনী ইতিহাস অনুযায়ী, ১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম সরদার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি জয়ী হন। 

এদিকে মঙ্গলবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত জানান। এর আগে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন।

এই আসনে বিএনপি থেকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম সরদার বলেন, 'দলীয় শৃঙ্খলা রক্ষা এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে আমি নির্বাচনী লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। দলের আদর্শের প্রতি আমি সর্বদা অবিচল। আমি চাই না আমার কোনো সিদ্ধান্তে দলের ক্ষতি হোক বা কেউ আমাকে বিশ্বাসঘাতক বলার সুযোগ পাক।'

অতীতের স্মৃতিচারণ করে এই নেতা আরও বলেন, 'এমন এক সময় ছিল যখন প্রতিকূল পরিবেশে কেউ ধানের শীষ নিয়ে লড়তে চাইতেন না। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে আমি নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এবার মনোনয়ন না পেলেও তরুণ কর্মীদের সামনে শৃঙ্খলা ও আদর্শের দৃষ্টান্ত স্থাপন করতেই আমি এই ছাড় দিলাম।'

সিরাজুল ইসলাম সরদারের এই ঘোষণায় ঈশ্বরদী-আটঘরিয়া আসনে বিএনপির মূল প্রার্থী হাবিবুর রহমান হাবিবের অবস্থান অনেকটা শক্তিশালী হলো বলে মনে করছেন নেতাকর্মীরা। 

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আহসান হাবিব, আনজাম হোসেন ডন, দুলাল সরদার, আবদুর রশিদ সরদার, আবদুস সোবাহান, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, রুহুল আমিন বাবলু ও আবদুল লতিফ প্রমুখ।

পাবনা-৪ আসন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন