[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বাংলাদেশ

প্রকাশঃ
অ+ অ-
কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল | ছবি: পদ্মা ট্রিবিউন

নিরাপত্তার কারণে ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসি বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ না করায় এর অর্থ, এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলছে না।

আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন আসিফ নজরুল। তিনি বলেন, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না করে সুবিচার করেনি। তবে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারা সুবিচার করবে। ক্রিকেটারদের সঙ্গে কী আলাপ হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।

আসিফ নজরুল বলেন, ‘ভারতে খেলার সময় যে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে, সেই ঝুঁকি এখনও অপ্রতিবর্তনীয়। এই ঝুঁকি কোনো ধারণা বা অনুমান থেকে তৈরি হয়নি। এটি সত্যিকারের ঘটনার ওপর ভিত্তি করে। আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারতীয় ক্রিকেট বোর্ড উগ্রবাদীদের চাপের কারণে ভারত থেকে বের করতে বাধ্য হয়েছে।’

ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাল ছেড়ে দিচ্ছি না। আজও কিছু বিষয় নিয়ে যোগাযোগ করেছি। চেষ্টা করছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে যেতে চাই না, শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমাদের দল প্রস্তুত।’

গতকাল আইসিসির সভায় বিসিবি সভাপতিকে ভারতে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের সঙ্গে আলোচনা করার একদিন সময় দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আজ ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি চূড়ান্তভাবে জানালেন, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অটল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন