সিলেট সীমান্তে মাইকে ঘোষণা দিয়ে বিজিবির টহল দলে হামলা, আহত ৩
![]() |
| ঘটনাস্থলে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় মাইকে ঘোষণা দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বিজিবির এক সদস্যসহ তিনজন আহত হন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের গৌরীশঙ্কর কমলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন জৈন্তাপুরের জশপুর গৌরীশঙ্কর গ্রামের মো. আতিক আহমেদ (২০), মো. রায়হান মিয়া (২৮) এবং বিজিবির সদস্য জাহাঙ্গীর আলম (৪৩)। তাঁদের মধ্যে আতিক আহমেদ গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার সকালে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের টিপরাখলা ঘুড়িমারা এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্ত পিলার ১২৮৮ থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের ভেতর থেকে চোরাচালানের ছয়টি গরু জব্দ করে বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালায়। এ ঘটনায় বুধবার একটি মামলা করা হয়।
এরপর গতকাল বৃহস্পতিবার রাতে বিজিবির একটি টহল দল নিজপাট ইউনিয়নের টিপরাখলা গৌরীশঙ্কর এলাকায় যায়। সেখানে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজিবি সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে ‘বিজিবি স্থানীয়দের ওপর হামলা চালাচ্ছে’। ঘোষণার পর হামলা আরও বাড়ে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজিবি হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে একজন গুলিবিদ্ধসহ আরও দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত বিজিবি সদস্যকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিজপাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনসুর আলম বলেন, যে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই মসজিদ কমিটির সভাপতিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তিনি বলেন, এলাকার একটি পরিবার দীর্ঘদিন ধরে অবৈধ কারবারের সঙ্গে জড়িত। মূলত তারাই এ ঘটনার সঙ্গে যুক্ত।
নিজপাট ইউনিয়নের যশপুর গৌরীশঙ্কর বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল মালিক বলেন, তিনি অসুস্থ ছিলেন এবং রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে ইউপি চেয়ারম্যান তাঁকে ফোন করে মসজিদের মাইকে ঘোষণার বিষয়টি জানান। মুয়াজ্জিনের কাছ থেকে জানা তথ্যের বরাতে তিনি বলেন, দুজন যুবক ভয় দেখিয়ে মসজিদের তালা খুলে মাইকে ঘোষণা দেন। শুক্রবার জুমার নামাজের পর তিনি এলাকার মুসল্লিদের সঙ্গে নিয়ে জৈন্তাপুর থানার ওসির সঙ্গে দেখা করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় বিজিবির একজন সদস্য এবং স্থানীয় দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গুলিবিদ্ধ। তবে তিনি কার গুলিতে আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ বেলা দুইটা পর্যন্ত থানায় এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আজ দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত পৌনে ১১টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে জৈন্তাপুরের টিপরাখলা গ্রামে বিজিবির একটি টহল দল নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তের দিকে এগোচ্ছিল। এ সময় যশপুর গ্রামের চোরাকারবারিরা একত্র হয়ে দেশীয় অস্ত্র, লাঠি ও বাঁশ নিয়ে আকস্মিক হামলা চালায়। হামলায় বিজিবির একজন সদস্য গুরুতর আহত হন। টহল দল বারবার মৌখিকভাবে সতর্ক করে হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আহত বিজিবি সদস্যকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments
Comments