[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

প্রকাশঃ
অ+ অ-
সায়েদুর রহমান | ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগ করেছেন। তবে তিনি জানান, প্রায় এক মাস আগেই তিনি পদত্যাগ করেছিলেন। গতকাল মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে ছিলেন।

গতকাল রাতে রাষ্ট্রপতি অধ্যাপক সায়েদুর রহমানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘এক মাস আগেই আমি পদত্যাগ করেছিলাম। মঙ্গলবার সেটি গ্রহণ করা হয়েছে। সরকারি চাকরির মেয়াদ গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।’

এর আগে গত বুধবার (২৫ ডিসেম্বর) আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশ চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আগে শিক্ষা মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্বে থাকা অধ্যাপক আমিনুল ইসলামও পদত্যাগ করেছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন