 |
| আলপনার রঙে রাঙানো হয়েছে রাঙামাটিয়ার ঘরগুলো | ছবি: পদ্মা ট্রিবিউন |
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি সাঁওতালগ্রাম রাঙামাটিয়া। গ্রামজুড়ে সারি সারি মাটির বাড়ি। পাশেই হাজার বছরের পুরোনো জনপদের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে উঁচু একটি ঢিবি—নওদা বুরুজ। গ্রামের সাঁওতালদের প্রায় সবাই খ্রিষ্টধর্মাবলম্বী। ২৫ ডিসেম্বর তাঁদের বড়দিন। প্রতি বছর বড়দিনের আগে বরেন্দ্র এলাকার লাল ও সাধারণ মাটি দিয়ে ঘরদোর লেপেপুঁছে ঝকঝকে করে তোলেন গ্রামের মেয়েরা। নিজেদের উদ্যোগে এবার সেখানে আলপনা এঁকে গ্রামটিকে রঙিন করে তুলেছেন একদল তরুণ।
আলপনার রঙে রাঙামাটিয়াকে সাজানোর মূল উদ্যোক্তা রহনপুরের প্রত্ননিদর্শন সংগ্রাহক মাহির ইয়াসির। তিনি বলেন, ‘রাঙামাটিয়া মাটির বাড়ির গ্রাম। এই গ্রাম নতুন করে কথা বলতে শুরু করেছে। মাটির দেয়ালে আঁকা আলপনায় ফুটে উঠেছে সাঁওতালদের জীবন, সংগ্রাম আর উৎসব।’ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থীর সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছয় শিক্ষার্থী। তাঁরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে দিনে ও সারা রাত আলো জ্বালিয়ে আলপনা এঁকেছেন।
 |
| রাঙামাটিয়া গ্রামের একটি ঘরের দেয়াল | ছবি: পদ্মা ট্রিবিউন |
তিন দিন ধরে রাত–দিন পরিশ্রম করে মাটির দেয়ালের বাড়িগুলোর চেহারায় বড় পরিবর্তন এনেছেন সাত তরুণ। আক্ষরিক অর্থেই মাটির দেয়ালগুলো এখন ছবির মতো সুন্দর হয়ে উঠেছে। এই পরিবর্তনে গ্রামের বড়দিনের আনন্দে নতুন মাত্রা যোগ হয়েছে। গ্রামের প্রবীণ বাসিন্দা লুইস টুডু বলেন, শুরুতে স্থানীয় সাঁওতালরা কিছুটা দ্বিধায় থাকলেও এখন সবাই খুব খুশি।
 |
| মাটির ঘরগুলোর দেয়ালের সৌন্দর্য খোলনলচে বদলে গেছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
এই গ্রামের মিশন প্রান্তে রয়েছে মুক্তিযোদ্ধা বারনাবাস হাসদারের বাড়ি। তাঁর বাড়ির দেয়ালেও আঁকা হয়েছে আলপনা। তিনি বলেন, ‘চারুকলার শিক্ষার্থীদের তুলিতে আমাদের এই সাঁওতালপল্লি নতুন রূপ পেয়েছে। বড়দিন উপলক্ষে অনেক মানুষ এই গ্রামে বেড়াতে আসে। এবার তারা বাড়িঘরগুলো দেখে আরও ভালো লাগবে।’
বরেন্দ্রভূমির এই গ্রামে ঢুকলেই চোখে পড়ে দেয়ালজুড়ে আঁকা দৃষ্টিনন্দন আলপনা। কোথাও শিকারিজীবনের দৃশ্য, কোথাও নাচ-গান ও বাদ্যযন্ত্রে মেতে থাকা সাঁওতাল যুবক, আবার কোথাও সাঁওতাল মানুষের মুখচ্ছবি। মাটির দেয়ালে আঁকা আলপনায় এভাবেই ফুটে উঠেছে সাঁওতালদের জীবনসংগ্রাম, সংস্কৃতি ও উৎসব। দেয়ালজুড়ে থাকা এই আলপনাগুলো শুধু নকশা নয়, এগুলো যেন সাঁওতালদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি।
 |
| আলপনায় ফুটে ওঠেছে সাঁওতালদের আত্মপরিচয় | ছবি: পদ্মা ট্রিবিউন |
Comments
Comments