[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আগুনে ভস্মীভূত শত বছর আগের সওদাগর বাড়ি

প্রকাশঃ
অ+ অ-
চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে শত বছর পুরোনো বাড়িসহ ১০ টি বসতঘর পুড়েছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাটে | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে শত বছরের পুরোনো একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি স্থানীয়দের কাছে ‘জমিদারবাড়ি’ নামে পরিচিত। আগুনে এ ছাড়া আরও ১০টি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের আরবান আলী সওদাগরবাড়িতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জমিদারবাড়ি নামে পরিচিত দোতলা ঘরটি কাঠ ও টিনশেডের। আরবান আলী সওদাগরের উত্তরসূরিরা ঘরটির মালিক হলেও কেউ এলাকায় বসবাস করেন না। স্থানীয় একটি পরিবার বাড়িটি দেখাশোনা করছিল।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাকড়ি রাখার কক্ষ থেকে আগুন ছড়িয়েছে। আগুন দেখে স্থানীয়রা তা নির্বাপণে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, অগ্নিকাণ্ডে জমিদারবাড়ি ছাড়াও ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন