তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে ইসি
![]() |
| সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
নির্বাচন কমিশনে (ইসি) আজ বৈঠক করছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়।
এর আগে বেলা ১১টা ৪৫ থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে তিন বাহিনীর প্রধানকে পৃথকভাবে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ। প্রথমে সেনাবাহিনী প্রধান, এরপর নৌবাহিনীর প্রধান এবং শেষমেষ বিমানবাহিনীর প্রধান কমিশনে প্রবেশ করেন।
![]() |
| নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বৈঠক সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, এতে নির্বাচন কমিশনাররাও উপস্থিত আছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য আরেকটি সভা আজ দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে হবে। এতে নির্বাচনী পরিবেশ, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম এবং প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালনসহ অন্যান্য বিষয় আলোচনা করা হবে।
![]() |
| বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
গতকাল শনিবার ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আজকের বৈঠকের তথ্য জানানো হয়েছে।



Comments
Comments