[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাউজানে যুবদল কর্মীকে পিটিয়ে জখম, ‘ফাঁকা গুলি’ ছুড়ে পালাল দুর্বৃত্তরা

প্রকাশঃ
অ+ অ-
গুলি | প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে এক যুবদল কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর ওজির দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁকে রামদার উল্টো অংশ দিয়ে পেটানোর পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

আহত যুবদল কর্মীর নাম মুহাম্মদ পারভেজ (৩৫)। তিনি একই ইউনিয়নের শাহাদুল্লাহ কাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে দিঘির পাড়ে তাঁরা গুলির শব্দ শুনতে পান। পরে দেখতে পান, একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় দিঘির পাড়ে পারভেজের মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়। এর কিছু দূরে তাঁকে আহত অবস্থায় পাওয়া যায়। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, পারভেজের শরীরের বিভিন্ন অংশে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, আহত পারভেজ যুবদল কর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তাঁকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে গোলাগুলির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন