[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দেশজুড়ে কুয়াশার দাপট, কয় দিন থাকবে জানাল আবহাওয়া অফিস

প্রকাশঃ
অ+ অ-
রাঙামাটির কাপ্তাই হ্রদে রাতে জাল ফেলেছিলেন এক জেলে। ঠান্ডা উপেক্ষা করে সকালে জাল তুলে আনছেন। রাবারবাগান এলাকা থেকে তোলা। ২১ ডিসেম্বর, ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ আজ রোববার সকাল থেকে কুয়াশায় ঢাকা। সকাল ১০টার দিকে রাজধানীতে কিছুটা রোদের দেখা মিলেছে। তবে দেশের অন্য অনেক জায়গায় কুয়াশা এখনো কাটেনি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। কোথাও এখনো শৈত্যপ্রবাহ নেই। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এমন কুয়াশা থাকতে পারে। এতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যে দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, শীতকালে কুয়াশা থাকা স্বাভাবিক। আগামী কয়েক দিন কুয়াশা আরও বাড়তে পারে। দিনের বেলায় কুয়াশা থাকলে সূর্যের আলো দেরিতে পৌঁছায় বা কম পৌঁছায়। এতে শীতের অনুভূতি বেশি হয়।

তিনি জানান, আজ কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এরপর চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ইতিমধ্যে কয়েকবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে।

আবহাওয়া অফিসের হিসাবে, কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন