[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রাকসু বেলা দেড়টার পর জানালো শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন | ছবি: পদ্মা ট্রিবিউন 

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির বরেণ্য সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। দিনটিকে স্মরণ করার জন্য কোনো আনুষ্ঠানিক পরিকল্পনাও ছিল না। আজ রোববার সাংবাদিকদের কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বেলা দেড়টার পর ঘোষণা করা হয়, বাদ আসর একটি দোয়া মাহফিল এবং সন্ধ্যায় একটি আলোচনা সভা আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাকসুর পক্ষ থেকে তেমন কোনো তৎপরতা না থাকা তাদের গভীর উদ্বেগের। এমন কর্মকাণ্ড তাদের প্রশ্নবিদ্ধ করছে। কেউ কেউ সুনির্দিষ্ট ব্যাখ্যা চাওয়ার কথাও বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রাকসুর সহসভাপতি (ভিপি) এবং শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান (জাহিদ) বলেন, ‘দিবসটি ঘিরে গতকাল শনিবার থেকে আমাদের আলোচনা চলছিল। আমরা একটি আলোচনা সভা এবং দোয়া মাহফিল আয়োজন করার কথা ভাবছিলাম। কিন্তু স্থান, সময় এবং ব্যানার নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে গেছে।’

আলোচনা সভায় অতিথি কারা থাকবেন তা জানতে চাইলে মোস্তাকুর রহমান সুনির্দিষ্ট কোনো নাম বলতে পারেননি। তিনি রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদককে এ বিষয়ে পরামর্শ দিতে বলেছেন।

আনুষ্ঠানিকভাবে কর্মসূচি না ঘোষণাকে ইতিহাস বিকৃতির অংশ হিসেবে দেখছেন রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি এবং রাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন (আবীর)। তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবসে রাকসুর কোনো আনুষ্ঠানিক আয়োজন নেই, এটি শুনে আমি অত্যন্ত ব্যথিত। আমরা দেখেছি, ২৪–পরবর্তী বাংলাদেশে একটি গোষ্ঠী ’৭১–কে মুছে ফেলার পরিকল্পনা করছে। তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে ইতিহাস বিকৃত করছে। রাকসু যদি ইতিহাস বিকৃতির পথে যায়, শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে রাকসুর নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাননি। ফেসবুকে সমালোচনার পর তারা দোয়া মাহফিল এবং আলোচনা সভা আয়োজনের ঘোষণা দিয়েছে। রাকসু একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। পাকিস্তানপন্থী বিভিন্ন রীতি তারা ঘটা করে পালন করছে। তাদের এই কর্মকাণ্ড ’৭১–কে মুছে ফেলার প্রচেষ্টা।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে রাতের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। পরে ভোর থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং ক্রিয়াশীল ছাত্রসংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সম্মাননা স্মারক, আলোচনা সভা, নাটক, বিশেষ প্রার্থনা সহ নানা কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন