[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় কেউ শনাক্ত হয়নি

প্রকাশঃ
অ+ অ-
ককটেল বিস্ফোরণে নিহত যুবকের বাবা আলী আকবর মজুমদার ঘটনাস্থলে আহাজারি করছেন। গত বুধবার রাতে রাজধানীর নিউ ইস্কাটনে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর নিউ ইস্কাটনে উড়ালসড়ক থেকে ছোড়া ককটেলের আঘাতে সিয়াম মজুমদার (২১) নামের এক তরুণ নিহত হয়েছেন। পুলিশ এখনও কাউকে শনাক্ত করতে পারেনি। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

গত বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে মগবাজার উড়ালসড়ক থেকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের ছোড়া ককটেল আঘাতে সিয়াম নিহত হন। তিনি একটি মোটরকার ডেকোরেশন দোকানের কর্মী ছিলেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান শুক্রবার রাতে জানান, ঘটনার পর হাতিরঝিল থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ ও আশপাশের এলাকার তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগে যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এমন একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সিয়ামের বাবা আলী আকবর মজুমদার গতকাল বৃহস্পতিবার হাতিরঝিল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাড়ে ৪ বছর আগে খুলনার দিঘলিয়ার দেয়াড়া দেবনগর গ্রাম থেকে চার সদস্যের ঋণগ্রস্ত পরিবারটি ঢাকার ইস্কাটন এলাকায় আসে। গৃহকর্তা আলী আকবর মজুমদার রিকশা চালান, তাঁর স্ত্রী সিজু বেগম বিভিন্ন বাসায় কাজ করেন। তাদের দুই সন্তান সিয়াম ও সেজান মজুমদার ইস্কাটন এলাকায় দুটি মোটর পার্টস ডেকোরেশনের দোকানে কাজ করেন। পরিবারটি মিলে চেষ্টা করছিল ঋণমুক্ত হওয়ার। কিন্তু গত বুধবার সন্ধ্যায় নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলের বিস্ফোরণে বড় ছেলে সিয়ামের মৃত্যুতে পরিবারটি আরও অসহায় হয়ে পড়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন