[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি

প্রকাশঃ
অ+ অ-
মোতালেব শিকদার | ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার (৪২) কে গুলি করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।

এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ জানিয়েছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি এর কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। তিনি কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন।

খুলনার সোনাডাঙ্গা এলাকার এই ভবনের একটি বাসায় মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন

সোনাডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোতালেব শিকদারকে গুলি করা হলে উপস্থিত জনতা তাঁকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে যায়। পরে মাথার সিটি স্ক্যানের জন্য তাঁকে সিটি ডায়াগনস্টিক সেন্টার এ স্থানান্তর করা হয়। হামলা ঘটে সোনাডাঙ্গা এলাকায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি বাসায়। ঘটনার তদন্ত চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন