খালি পায়ে কিছুক্ষণ মাটিতে দাঁড়ালেন তারেক রহমান, যাচ্ছেন সংবর্ধনাস্থলে
প্রধান উপদেষ্টার সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তারেক রহমান
![]() |
| প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তিনি সরকারপ্রধানের সঙ্গে কথা বলেন।
বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুর সাড়ে ১২টার কিছু আগে পোস্ট করা ভিডিওতে এ বিষয়ে জানানো হয়েছে।
ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
লালসবুজ রঙে সাজানো বাসে গণসংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান
![]() |
| শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। ছবি: পদ্মা ট্রিবিউন |
খালি পায়ে কিছুক্ষণ মাটিতে দাঁড়ালেন তারেক রহমান
| বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ দাঁড়ান তারেক রহমান। পরে তিনি একমুঠো মাটি তুলে নেন। ছবি: বিএনপি ফেসবুক পেজ থেকে |
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফিটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তাঁর জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তিনি। বাসের সামনে দাঁড়িয়ে তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশে হাত নাড়েন। তাঁদের সালাম দেন।
![]() |
| তারেক রহমান এই বাসেই সংবর্ধনাস্থলের দিকে রওনা হয়েছেন। ছবি: বিএনপি ফেসবুক পেজ থেকে |
এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।
দেশে ফিরেছে তারেক রহমানের পোষা বিড়াল জেবু
![]() |
| দেশে ফিরেছে তারেক রহমানের পোষা বিড়াল জেবু। নিয়ে যাওয়া হয়েছে তাকে। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে |
এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার
![]() |
| রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমান তাঁকে দেখতে হাসপাতালে যাবেন আজ। ছবি: পদ্মা ট্রিবিউন |
![]() |
| রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমান তাঁকে দেখতে হাসপাতালে যাবেন আজ। ছবি: পদ্মা ট্রিবিউন |
বিমানবন্দরের সামনে নিরাপত্তা জোরদার
![]() |
| বিমানবন্দরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বের হওয়ার গেট থেকে একবারে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে।
ঢাকায় পৌঁছালেন তারেক রহমান
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমান ও তাঁর পরিবারকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন বিএনপির নেতা কর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুত।
তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ।
তারেক রহমানকে স্বাগত জানাতে সড়কের দুপাশে বিপুল নেতা-কর্মী
![]() |
| বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন নেতা-কর্মীরা। ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকার হজরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে বিপুলসংখ্যক নেতা-কর্মী
অবস্থান নিয়েছেন
আজ বৃহস্পতিবার সকাল থেকেই নেতা-কর্মীরা বিভিন্ন
ধরনের প্লাকার্ড ও ব্যানারসহ ফুল হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা
‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ, তারেক রহমান’
এর মতো স্লোগান দিচ্ছেন
বিমানবন্দরের আশপাশে সড়কে অবস্থান নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা-কর্মীরা
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা খিলক্ষেত থেকে ৩০০ ফিট এলাকায় সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন
আইনশৃঙ্খলা
রক্ষার দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সদস্যরা।
প্রধান সড়কে প্রবেশ করতে চাইছে এমন নেতা-কর্মীদের তারা সরিয়ে দিচ্ছেন
শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটক থেকে রাজধানীর কুড়িল পর্যন্ত সড়কের
দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে
তারেক
রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায়
গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী
জড়ো হয়েছেন
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১১ মিনিটে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
১৭ বছর পর দেশের মাটিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
আজ বেলা ১১টা ৫০ মিনিটে তারেক রহমানের ঢাকায় অবতরণের কথা রয়েছে।
ঢাকায় বিমানবন্দর এলাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত নেতা কর্মীরা
![]() |
| ঢাকার বিমানবন্দর এলাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে। ছবি: পদ্মা ট্রিবিউন |
![]() |
| বিমানবন্দর এলাকায় পাতাকা হাতে নেতা কর্মীরা। ছবি: পদ্মা ট্রিবিউন |
গণসংবর্ধনাস্থলে সকাল থেকেই নেতাকর্মীদের জোয়ার, স্লোগানে মুখর চারপাশ
![]() |
| পূর্বাচল ৩০০ ফিটে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলে বিএনপির নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে
গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতা–কর্মী জড়ো হতে
শুরু করেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে রাজধানীর
পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) আজ বৃহস্পতিবার সকাল
থেকেই বিএনপির নেতা–কর্মীদের ভিড় দেখা যায়।
সকালের আলো ফোটার পর থেকেই তাঁরা হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসতে থাকেন।
দীর্ঘ
১৭ বছর পর আজ দুপুরে বাংলাদেশে আসছেন তারেক রহমান। হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরাসরি গণসংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে
তাঁকে বরণ করে নিতে অপেক্ষায় আছেন বিএনপির নেতা–কর্মী ও সমর্থকেরা।
রাজধানীর
কুড়িল সড়ক থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট সড়ক) গণসংবর্ধনা
মঞ্চের পরের অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত
জানিয়ে নানা রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। কুড়িল মোড় থেকে কিছুটা
দূরে সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮
ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ। এই মঞ্চে দলের জ্যেষ্ঠ নেতারা
বসবেন।
সরেজমিনে কুড়িলসংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন
প্রান্ত থেকে আসা বিপুলসংখ্যক নেতা–কর্মীর উপস্থিতি দেখা গেছে। এ সময় তাঁরা
‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান, বীরের বেশে, আসছে ফিরে
বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’—এমন নানা স্লোগান দেন।
গণসংবর্ধনাস্থল
ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ, র্যাব,
বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের দুই পাশে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা
সংস্থার পাশাপাশি সেখানে বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ)
সদস্যরাও রয়েছেন।
কুমিল্লা মহানগর বিএনপির নেতা শোয়াইব আহমেদ সোহেল
বলেন, ‘আমরা এত দিন আমাদের নেতার অপেক্ষায় ছিলাম। অবশেষে তিনি আসলেন,
আমাদের অপেক্ষা ফুরিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র এবং
মানুষের মুক্তি নিশ্চিত হবে।’
গণসংবর্ধনা ঘিরে বিপুলসংখ্যক
নেতা–কর্মীর আগমনের কথা জানিয়েছে বিএনপি। জনদুর্ভোগ এড়াতে ছুটির দিনে দেশে
ফিরছেন তারেক রহমান। গণসংবর্ধনা উপলক্ষে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে এলাকায়
কয়েকটি ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে, যেখানে মূল মঞ্চ ও অনুষ্ঠান দেখা
যাবে। এ ছাড়া রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে শতাধিক মাইক।
বেলা
১১টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে
বহনকারী বিমানটির অবতরণের কথা রয়েছে। দেশে ফেরার পর বিমানবন্দরেই তাঁকে
স্বাগত জানাবেন নেতা–কর্মীরা। এরপর দলের পক্ষ থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে
(৩০০ ফিট সড়ক) এলাকায় তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তিনি তাঁর মা,
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক
প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
২০০৭ সালে এক-এগারোর
পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি
পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি
সেখানেই অবস্থান করছিলেন।
তারেক রহমানের অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা
![]() |
| স্ত্রী-কন্যাকে নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ থেকে |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধ রেখেছেন দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা। অনুরোধ মেনে তাঁরা তারেক রহমানকে বিদায় জানাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে ভিড় করেননি।
১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তাঁর স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান ঘোষণা দেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এই সভাতেই তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান অনুরোধ করেন, তাঁর বিদায়বেলায় যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা যেন বিমানবন্দরে উপস্থিত না হন। বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি সতর্ক করে দিয়েছিলেন।
তারেক রহমানের এই অনুরোধ রেখেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। গতকাল সরেজমিন লন্ডনের হিথরো বিমানবন্দরে দেখা যায়, টার্মিনাল-৪ এলাকা দিয়ে তারেক রহমান যখন বিমানবন্দরে প্রবেশ করেন, তখন সেখানে শ দুয়েক মানুষ ছিলেন। তাঁদের মধ্যে ৪০ থেকে ৫০ জন ছিলেন সংবাদমাধ্যমের কর্মী। অন্যদের বেশির ভাগই তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের যাত্রী ছিলেন। যদিও এই যাত্রীদের মধ্যে অনেকেই যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সম্পৃক্ত।
এ সময় বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ছাড়া দলের কিংবা অঙ্গসংগঠনের অন্য কোনো নেতা-কর্মীদের দেখা যায়নি।
তারেক রহমান আজ বৃহস্পতিবার প্রথমে সিলেটে পৌঁছাবেন। সেখানে যাত্রাবিরতির পর তিনি বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দরের রেড জোনে তাঁকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। তিনি বিমানবন্দর থেকে সরাসরি সেখানে যাবেন। গণসংবর্ধনাস্থলে ইতিমধ্যে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।
গণসংবর্ধনা শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন।
সিলেটে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান
১৭ বছর পর দেশের মাটিতে এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
তারেক রহমানেরসঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সিলেটে যাত্রাবিরতির পর সরাসরি ঢাকায় এসে পৌঁছাবেন তারেক রহমান।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।
দেশে ফেরার পর তারেক রহমানের স্ট্যাটাস
ফেসবুকে ছবি প্রকাশ, স্ট্যাটাস ‘বাংলাদেশ’
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান। সকাল সোয়া ১০টার একটু আগে বিএনপির মিডিয়া সেল ভেরিফায়েড ফেসবুক পেজে বিমানের ভেতরে সপরিবারে তারেক রহমানের ছবিপ্রকাশ করেছেন। ফেসবুক স্ট্যাটাসে মিডিয়া সেল লিখেছে ‘বাংলাদেশ’।











Comments
Comments