পাবনা-৪ আসনে ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ
| হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম সরদার, আবু তালেব মন্ডল, জামিল আক্তার এলাহী ও জাকারিয়া পিন্টু | ছবি: সংগৃহীত |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আজ মঙ্গলবার পর্যন্ত এ আসনে মোট ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভূঁইয়া। তিনি বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে।
পাবনা-৪ আসনটি ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি জামিল আক্তার এলাহী ও বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।
নির্বাচনী ইতিহাস অনুযায়ী, ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাবনা-৪ আসনে আটটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম সরদার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি জয়ী হন। এরপর ১৯৯৬ সালের জুন থেকে ২০২৪ সাল পর্যন্ত এই আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে ১৯৯৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। তাঁর মৃত্যুর পর ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস সংসদ সদস্য হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন শামসুর রহমান শরীফের ছেলে গালিবুর রহমান শরীফ।
পাবনা জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ১১১ জন। এর মধ্যে ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৯১ হাজার ২৪০ জন এবং আটঘরিয়া উপজেলায় ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮৭১ জন।
Comments
Comments