[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণবন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রকাশঃ
অ+ অ-
প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

দূর থেকে একনজর দেখেই খানিকটা দৌড়ে এসে বুকে জড়িয়ে নিলেন। একজন অন্যজনকে বললেন, ‘খুব শান্তি লাগছে ভাই।’ জবাবে আরেকজন বলেন, ‘এগুলোই তো কলিজার খাবার।’ কথা বলে জানা গেল, প্রায় পাঁচ বছর পর দেখা হয়েছে আবদুল্লাহ আল হাদি ও মোহাইমিনুল ইসলামের।

হাদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ, আর মোহাইমিনুল ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে (বর্তমান বিজয়-২৪ হল) একই কক্ষে ছিলেন। দ্বাদশ সমাবর্তন উপলক্ষে তারা ক্যাম্পাসে এসেছেন।

কেউ পরিবার, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন; কেউবা হাসিমুখে হাঁটছেন ক্যাম্পাসে। সমাবর্তনকে ঘিরে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে হাজারো সৌহার্দ্যপূর্ণ ও খুনসুটি মুহূর্ত। সবাই গাউন পরেছেন, মাথায় মর্টারবোর্ড। ‘রেডি ১, ২, ৩; ইয়ে....’—এভাবেই মর্টারবোর্ড উড়িয়ে হাসিমুখে ছবি তুলছেন অনেকে।

প্রায় ছয় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। এবারের সমাবর্তনে ৬০, ৬১ ও ৬২তম ব্যাচের মোট ৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, শামসুজ্জোহা চত্বর, পরিবহন মার্কেট ও টুকিটাকি চত্বর মুখর হয়ে উঠেছে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায়।

সমাবর্তনে সভাপতি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

এর আগে সমাবর্তনের অতিথি পরিবর্তন, নিবন্ধনের সময় বাড়ানোসহ কিছু দাবি জানিয়েছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে তারা সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তবে এসবের মধ্যেও নির্ধারিত সময় ও আয়োজনে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ মাঠ থেকে সমাবর্তনের শোভাযাত্রা শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টার কিছু পরে সভাপতি কর্তৃক ডিগ্রি বিতরণ করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন