দেশের পরিস্থিতি নিয়ে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের
![]() |
| দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিএনপিকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘বিএনপি যতই উসকানি দিক, জামায়াত বিএনপির সঙ্গে বিরোধে জড়াতে চায় না। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। সেই আতঙ্ক দূর করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তাই আসুন সব ভুলে খোলামেলা আলোচনা করি। দেশের পরিস্থিতি, সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ ও গণভোট নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সবকিছু নিয়ে আলোচনা করা যাক।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। আসুন সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা এখনও মিডিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। শিগগিরই বড় একটি সমাবেশের পরিকল্পনা রয়েছে।
নোট অব ডিসেন্ট ও গণভোট নিয়ে তিনি বলেন, সারা বিশ্বের কোনো দেশে নোট অব ডিসেন্টের নজির নেই। দ্বিমত করার অধিকার সবার আছে, তবে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ দলের। বিএনপি নোট অব ডিসেন্ট দিলে জামায়াত আপত্তি করেনি।
গণভোটের খরচ নিয়ে তিনি বলেন, ‘কিছু মহল মনে করেন, গণভোটে প্রায় তিন হাজার কোটি টাকা লাগবে। এটা জাতীয় সংকট মোকাবিলায় সামান্য। ফ্যাসিবাদীরা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তা দিয়ে হাজারটি গণভোট করা সম্ভব।’
তিনি মনে করেন, দেশে গণভোট হলে ৮০ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দেবে। সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবির জিতেছে, তাই জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে। বিএনপি এ কারণেই গণভোটে যেতে চায় না।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে সরকারের উপর আক্রমণ চালাচ্ছে। তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকার জনগণের সমর্থনে ক্ষমতায় আছেন এবং তাঁর সততা, যোগ্যতা ও নিষ্ঠা নিয়ে প্রশ্ন নেই।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ সঞ্চালনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন