[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নারীকে করা অশালীন সমালোচনার তীব্র নিন্দা, সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রকাশঃ
অ+ অ-
বিবৃতি | প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তাসনিম জারাসহ অনেক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন সমালোচনার শিকার হচ্ছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ‘নারী অধিকার আন্দোলন’ নামের একটি সংগঠন। তারা সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ করে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

বুধবার যৌথ বিবৃতিতে সংগঠনের সভানেত্রী মমতাজ মান্নান ও সেক্রেটারি নাজমুন নাহার বলেন, সাম্প্রতিক ঘটনায় নারীদের প্রতি বিদ্বেষ ও বৈষম্যমূলক মনোভাব দেখা যাচ্ছে। এটি শুধু ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করছে না, বরং সমাজে নারী বিদ্বেষের সংস্কৃতিকে উসকে দিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শেহরীন আমিন ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও সমালোচনার শিকার হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী বিভাগের নেতা-কর্মীরা নোয়াখালী, নওগাঁ, ফেনীসহ বিভিন্ন জেলায় হামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাসনিম জারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীদের বিরুদ্ধে অনলাইনে নগ্ন ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে।

নারী অধিকার আন্দোলনের নেত্রীরা বলেন, রাজনৈতিক মত, পেশা বা সামাজিক পরিচয়ের কারণে নারীদের টার্গেট করে অপমান বা চরিত্রহনন করা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সভ্য সমাজের জন্য লজ্জার বিষয়। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারকে তিন দফা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

দাবিগুলো হলো: কুরুচিপূর্ণ মন্তব্য ও সমালোচনা, হামলা ও হয়রানির ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা; অনলাইন ও গণমাধ্যমে নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচার, ছবি বিকৃতি ও ‘স্লাটশেইমিং’-এর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া; এবং নারী শিক্ষক, রাজনীতিক, সাংবাদিক ও অন্যান্য পেশাজীবীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

সংগঠনটি নারীকে অবমাননা না করে, নারীর প্রতি সম্মান ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে সমাজের সব নাগরিক ও সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন