[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

হিলিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা

প্রকাশঃ
অ+ অ-

হিলির বাজারে পেঁয়াজের ক্রেতারা | ছবি: পদ্মা ট্রিবিউন   

নিম্নচাপের প্রভাবে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে টানা দুই দিন ধরে বৃষ্টি হয়েছে। এতে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।

সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই পেঁয়াজের সরবরাহ কম। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো ৬০ থেকে ৬৫ টাকায়, এখন তা বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে পেঁয়াজ কিনতে আসা মিঠু হোসেন বলেন, 'দুই দিন আগেও পেঁয়াজ কিনেছিলাম ৬০ থেকে ৬৫ টাকায়। আজ এসে দেখি দাম ৮০ থেকে ৯০ টাকা কেজি। আমাদের মতো খেটে খাওয়া মানুষের জন্য এটা অনেক কষ্টের। আমরা দিন আনি দিন খাই।' 

আরেক ক্রেতা ইয়াসিন আলী বলেন, 'গত হাটে পেঁয়াজ কিনেছিলাম ৬০ টাকায়। এখন সেই পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি। দুই রাতেই কেজিতে ২৫ টাকা বেড়েছে।' 

বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, 'কয়েক দিন ধরেই দেশি পেঁয়াজের সরবরাহ ভালো থাকায় দাম স্থিতিশীল ছিল—৬০ থেকে ৬৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছিল। কিন্তু এখন দাম বেড়ে ৮০ থেকে ৯০ টাকায় পৌঁছেছে। কারণ, নিম্নচাপের কারণে হওয়া বৃষ্টিতে কৃষকরা পেঁয়াজ বাজারে আনতে পারছেন না। মোকামে আমদানিও কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আশপাশের জেলার পাইকাররা পাবনা মোকাম থেকে পেঁয়াজ কিনতে এলেও সরবরাহ ততটা নেই।' 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন