৫ আগস্টের পর প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি, যাচ্ছেন নিজ জেলা পাবনায়
| রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন |
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে যাচ্ছেন নিজ জেলা পাবনায়। আগামী বৃহস্পতিবার তিনি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা দেবেন।
বুধবার রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সফরের বিষয়টি পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামও টিবিএসকে নিশ্চিত করেছেন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর এটি রাষ্ট্রপতির প্রথম সরকারি সফর।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার পাবনায় পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। সেখানেই তিনি রাত কাটাবেন।
পরদিন শুক্রবার আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করবেন তিনি। শনিবার সার্কিট হাউসেই নিকট আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানেই থাকবেন।
সফরের শেষ দিন রোববার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জেলা প্রশাসককে প্রশাসনিক সমন্বয় ও যানবাহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন