হেলিকপ্টারে উড়ে গণসংযোগে হাজির ‘মনোনয়নবঞ্চিত’ বিএনপি নেতা
![]() |
| জামালপুরে হেলিকপ্টারে নির্বাচনী গণসংযোগে এলেন বিএনপি নেতা মো. সাদিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল উচ্চবিদ্যালয় মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী মো. সাদিকুর রহমান মনোনয়নবঞ্চিত হলেও নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগে হেলিকপ্টারে চড়ে হাজির হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মেলান্দহ উপজেলায় এ ঘটনা ঘটে।
বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নাম না থাকলেও সাদিকুর সমর্থকদের কাছে উপস্থিতি জানান দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে এলাকার উদ্দেশে রওনা দেন। হেলিকপ্টারের শব্দ শুনেই স্থানীয় মানুষ মাঠে ভিড় জমান। অনেকেই ছুটে আসেন তাঁকে দেখার জন্য।
সাদিকুর রহমান মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ছবিলাপুর এলাকার বাসিন্দা এবং ঢাকায় একটি পোশাক কারখানা পরিচালনা করেন। সম্প্রতি জামালপুর-৩ আসনে তিনি গণসংযোগ, সভা ও উঠান বৈঠক করে যাচ্ছিলেন। তবে গত সোমবার বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না। এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।
আজ বিকেলে হেলিকপ্টারটি উপজেলার বেলতৈল উচ্চবিদ্যালয় মাঠে নামে। সেখানে তিনি একটি নির্বাচনী সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে গ্রামের বাড়ি ছবিলাপুরে যান। এ সময় তাঁর কর্মী-সমর্থকরাও সঙ্গে ছিলেন।
সমাবেশে সাদিকুর গণমাধ্যমকে বলেন, ‘আমরা নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছি। আমাদের হাতে এখনও সময় আছে। দলের হাই কমান্ড ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে মাঠের পরিস্থিতি আরও ভালোভাবে দেখতে পারেন, সেই জন্য একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, যিনি মনোনয়ন পেয়েছেন, তাঁর অবস্থান বোঝার জন্য এটি হয়েছে। সারা দেশে বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে। আমি চাই, আমার কর্মী-সমর্থকরা শান্তিপূর্ণ থাকুক এবং কোনো ধরনের সহিংসতায় না জড়াক।’
তিনি আরও বলেন, ‘সবাইকে ধানের শীষের পক্ষেই অবস্থান নিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঠের সঠিক তথ্য পাচ্ছেন না। যারা মনোনয়ন পেয়েছেন, তাঁরা দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। মনোনয়ন পরিবর্তনের সুযোগ এখনো আছে। আমি বিশ্বাস করি, দল মাঠের খোঁজখবর নিয়ে আমাকে মনোনয়ন দেবে।’

একটি মন্তব্য পোস্ট করুন