মাইলস্টোন ট্র্যাজেডি: তদন্তে বিমান বিধ্বস্তের যে কারণ জানা গেল
প্রকাশঃ
| মাইলস্টোন ট্র্যাজেডি | প্রতীকী ছবি |
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্ত হওয়ার কারণ পাইলটের উড্ডয়নে ত্রুটি। বিমানটি উড্ডয়নের পর তিনি নিয়ন্ত্রণে ব্যর্থ হন।
আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, জননিরাপত্তা বিবেচনায় বিমানবাহিনীকে ঢাকার বাইরে প্রশিক্ষণ পরিচালনার সুপারিশসহ তদন্ত কমিটি ৩৩টি সুপারিশ দিয়েছে।
![]() |
| রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস বিফ্রিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ছবি: পদ্মা ট্রিবিউন |
২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম এবং স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ ৩৬ জন নিহত হন। আহত হন শতাধিক মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন