রাজশাহীতে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা, দেশজুড়ে চার–পাঁচ দিনে আরও কমবে
![]() |
| রাজশাহী শীতকাল | ফাইল ছবি |
মাঝ হেমন্তের হাওয়ায় শীতের প্রথম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সকালবেলায় কুয়াশা ঘাসের উপর সাদা আস্তর ফেলে দেয়। রোদ উঠছে দেরিতে, আর দিনও শেষ হচ্ছে আগেভাগে। রাজধানীর ধুলোমাখা রাস্তায়, যানবাহনের রোদ-বেগ, কলকারখানার ধোঁয়া–ধুলোর কারণে কার্তিক শেষের এই স্বাভাবিক চিত্র দেখা মেলে না।
দেশের উত্তরে হাওয়ার তীব্রতা কিন্তু এখনো শীতলতার পূর্বাভাস দিচ্ছে। সেখানে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
শীত এখনো পুরোপুরি নামেনি; সে ধীরে, নিঃশব্দে আসছে। রাজধানীর বাতাসেও তার আগমন ধীরে ধীরে টের পাওয়া যায়। দিনে দুই কোটি মানুষের শহরে তাপমাত্রা এখনও বেশি থাকলেও রাতে তা কমে আসে। অনেকের অভিজ্ঞতা, ভোর রাতে ফ্যানের গতি কমাতে হয় বা এসি বন্ধ বা বাড়িয়ে দিতে হয়। শীতকাতুরে মানুষরা এখনই গায়ে চাদর দিচ্ছেন। আবহাওয়া অফিস বলছে, আগামী চার–পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে, ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১৬.৬ ডিগ্রি। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা বেশি কমেছে, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগে। রাজধানীসহ সবখানেই তাপমাত্রা কিছুটা কমেছে। আগামী চার–পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে থাকবে, তারপর কিছুটা বাড়তে পারে।
রাজশাহী ও রংপুর বিভাগের ১২টি আবহাওয়া স্টেশনের তথ্য অনুযায়ী, গতকাল তিনটি স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে ছিল, বাকিগুলোতে ২০ ডিগ্রির নিচে নেমেছে। রাজধানীতেও তাপমাত্রা কমছে; গতকাল সর্বনিম্ন ২৪ ডিগ্রি ছিল, আজ আরও কমতে পারে।

Comments
Comments