সিউলের ‘কানবু চিকেনে’ তিন ধনকুবেরের আড্ডা
জনপ্রিয় কোনো রেস্তোরাঁয় সাধারণ মানুষ ও কয়েকজন ধনকুবের একসঙ্গে খাচ্ছেন, এবং তাদের সঙ্গে কথা বলছেন—এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সাধারণত এমন হলে সেখানে বিশেষ কোনো ঘটনা ঘটতে পারে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ঠিক এমন ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবারও সিউলের ‘কানবু চিকেন’-এ মানুষের ভিড় ছিল। ফ্রাইড চিকেন খেতে খেতে ঠান্ডা বিয়ার উপভোগ করছিলেন কর্মব্যস্ত সিউলবাসী, তখনই ঘটে এক ‘অপ্রত্যাশিত’ ঘটনা। সুপরিচিত এই রেস্তোরাঁয় আচমকা হাজির হন বিশ্ববিখ্যাত তিন প্রযুক্তি কোম্পানির শীর্ষ কর্মকর্তা।
তিন ধনকুবের হলেন চিপ জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি জে-ইয়ং এবং হুন্দাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান চুং উই-সান। মূলত তারা সিউলের কাছে গ্যাংজু শহরে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যাচ্ছিলেন। পথে সিউলের কানবু চিকেনে ঢুঁ মারেন। রেস্তোরাঁর এক পাশে একটি ছোট টেবিলে বসে তারা ফ্রাইড চিকেনের সঙ্গে ঠান্ডা বিয়ার উপভোগ করেন।
তাঁদের উপস্থিতির সময় যারা খাচ্ছিলেন, তিন ধনকুবেরই সবাইকে বিল পরিশোধ করে দেন। রেস্তোরাঁর বাইরে ভিড় করা মানুষের মধ্যে চিমেকের কিছু বক্স ভাগাভাগি করেন। সঙ্গে কুশল বিনিময়ও করেন।
রেস্তোরাঁ থেকে সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে এনভিডিয়ার সিইও হুয়াং বলেন, ‘আমি বন্ধুদের সঙ্গে ফ্রাইড চিকেন আর বিয়ার পছন্দ করি। এজন্য কানবু একদম সঠিক জায়গা, তাই না?’ কোরিয়ান ভাষায় ‘কানবু’ শব্দের অর্থ ঘনিষ্ঠ বন্ধু।
স্থানীয় ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, তারা চিজ বল, চিজ স্টিক, বোনলেস চিকেন এবং ফ্রাইড চিকেন খেয়েছেন। সঙ্গে নিয়েছিলেন টেরা বিয়ার এবং সোজু, যা চাল থেকে তৈরি একধরনের কোরিয়ান মদ।
ভিডিওতে দেখা যায়, এই তিন কর্ণধার বন্ধুত্বের নিদর্শন হিসেবে একে অপরের হাত ধরে রেস্তোরাঁয় প্রবেশ করেন। তাঁদের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯ হাজার ৫০০ কোটি ডলার (১৯৫ বিলিয়ন ডলার)।
রেস্তোরাঁর বাইরে খাবার ভাগাভাগি করার সময় হুয়াং একটি ঝুড়ি ধরে বলেন, ‘চিকেন উইংসটা দারুণ ছিল। আপনারা কি আগেও এখানে এসেছেন? অসাধারণ, তাই না?’ এরপর প্রস্তাবের সুরে বলেন, ‘কেউ কি নেবেন? ফ্রাইড চিকেন?’
হুয়াং যখন রেস্তোরাঁয় থাকা ‘গোল্ডেন বেল’ বাজান, তখন সবাই উল্লাসে ফেটে পড়েন। কারণ তিনি সবার বিল দেবেন। ইয়োনহাপ জানিয়েছে, প্রথম রাউন্ডের বিল স্যামসাংয়ের লি পরিশোধ করেছেন, আর দ্বিতীয় রাউন্ডের বিল হুন্দাইয়ের চুং পরিশোধ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন