[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরপুরে বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর শাহ আলী থানা এলাকায় আজ বুধবার বেলা একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটে | ছবি: পদ্মা ট্রিবিউন

রাজধানীর শাহ আলী থানা এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ জানায়, যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসে উঠে আগুন দেন।

শাহ আলী থানার ওসি গোলাম আযম বলেন, আজ বুধবার বেলা একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
 

তিনি আরও জানান, মিরপুর-২ নম্বর থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। পরে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

তিনি আরও বলেন, আগুনে বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন