[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারেকের দলকে নিবন্ধন দেওয়ার দাবি জানালেন গণঅধিকারের রাশেদ

প্রকাশঃ
অ+ অ-
তারেক রহমানের আমরণ অনশনের প্রতি সংহতি জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দিয়েছে। তবে ‘আমজনতার দল’ এই তালিকায় নেই। তাই মঙ্গলবার বিকেল থেকে দলটির সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনে বসেছেন।

বুধবার তারেকের অনশনের প্রতি সমর্থন জানাতে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, 'তারেক রহমান ভাই যে আন্দোলন করছেন, তা যৌক্তিক। তাঁর দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দেওয়া উচিত।' 

রাশেদ খাঁন আরও বলেন, 'ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে সব সময় রাজপথে লড়াই করেছেন, তিনি সেই লড়াকু সৈনিক। প্রায় ২০ ঘণ্টা ধরে তিনি কমিশনের মূল ফটকের সামনে তাঁর দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। আমরা তাঁর আন্দোলন সংগ্রাম বহুবার দেখেছি।' 

তিনি বলেন, 'গতকাল তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে, তাদের শুভকামনা। কিন্তু বাকি দুই দলের নিবন্ধন নিয়ে প্রশ্ন আছে। নিবন্ধনের ক্ষেত্রে এক নম্বর শর্ত হওয়া উচিত রাজপথে সক্রিয় থাকা। কিন্তু শুধু কমিটি বা অফিসের ভিত্তিতে এই ছলে নিবন্ধন দেওয়া হয়েছে, আমরা তা মানতে পারি না।' 

রাশেদ খাঁন উল্লেখ করেন, '২৪-এর নির্বাচনের আগে দেখা গেছে, বিএনএম, সুপ্রিম পার্টিসহ কয়েকটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল। আমরা কমিশনারকে অনুরোধ করেছিলাম, যারা আগে ডিজিএফআই-এর মাধ্যমে নিবন্ধন পেয়েছে, তাদের নিবন্ধন বাতিল করতে। কিন্তু তা হয়নি। উল্টো গণ-অভ্যুত্থানের পর রাজপথে সক্রিয় দলগুলোকে এখনও নিবন্ধন দেওয়া হয়নি।' 

আলোচিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের গড়া বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন বলেন, ডেসটিনি গ্রুপ প্রায় ৪২ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করেছিল। সেই দলও নিবন্ধন পেল। তিনি প্রশ্ন তোলেন, 'এই দল কীভাবে নিবন্ধন পেল? ২৪-এর গণ–অভ্যুত্থানের আগে আমরা এই দলকে কখনো রাজপথে দেখি নাই। হঠাৎ জেল থেকে বের হয়ে দল গঠন করল, কমিটি দিল, বাসা-বাড়ি অফিস হিসেবে দেখিয়ে নিবন্ধন পেল। কিন্তু তারেক রহমান, যাকে সবাই চেনে, যিনি সবসময় সংগ্রামে ছিলেন—তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি।' 

রাশেদ খাঁন আরও বলেন, 'আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের আন্দোলনের প্রতি সংহতি জানাতে এসেছি। তিনি অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় ২০ ঘণ্টা ধরে এখানে অবস্থান করেছেন, রাতভর রাস্তায় শুয়েছেন, মশার কামড়ও খেয়েছেন। একজন রাজপথের সংগ্রামী নেতা এমনভাবে রাস্তায় থাকবেন আর কমিশনাররা কোনো মন্তব্য করবেন না—এটা চলতে পারে না। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলব, জানতে চাইব তাঁরা কী ভাবছেন এবং কী করবেন।' 

তিনি যোগ করেন, 'তারেক রহমান ভাইয়ের আন্দোলন যৌক্তিক এবং তাঁর দল আমজনতার দলকে অবশ্যই নিবন্ধন দিতে হবে।' 

উল্লেখ্য, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি-আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে। 

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন