ফিরে দেখেন আগুন জ্বলছে বাস
![]() |
| আগুনের ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ক্ষতিগ্রস্ত মিনিবাসটি। আজ ভোরে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বেরন এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকার সাভার উপজেলার সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে আশুলিয়ায় বেরন এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির অধিকাংশ আসন পুড়ে গেছে।
চালক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত রোববার যাত্রী পরিবহন শেষ হওয়ার পর রাতে আশুলিয়ার বেরন এলাকায় সড়কের পাশে ‘গ্রামীণ পরিবহন’ নামের মিনিবাস দাঁড় করানো হয়। ভোর চারটার দিকে চালকের সহকারী বাসটি ধুয়ে টয়লেটে যান। ফিরে এসে তিনি দেখেন বাসটিতে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজন পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
চালক মো. পিন্টু বলেন, ‘প্রতি রাতেই ওই এলাকায় গাড়ি রাখি। এরপর ভোর পাঁচটায় গাড়ি বের করি। কাল রাতে হেলপার বাস পরিষ্কার করে ওয়াশরুমে গেছে। ফিরে এসে দেখলাম আগুন জ্বলছে। তখন সময় পৌনে পাঁচটা। ৩২ সিটের গাড়ির সব আসন পুড়ে গেছে। দুই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সফিকুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কয়েকটি আসন পুড়ে গেছে। তিনি বলেন, ‘যিনি বা যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

একটি মন্তব্য পোস্ট করুন