[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রুহুল কবির রিজভী জানালেন: খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, রোড শো স্থগিত

প্রকাশঃ
অ+ অ-
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৩০ নভেম্বর ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার অসুস্থতার কারণে দলটি বিজয়ের মাসের ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আমি আজকে যতটুকু জানতে পেরেছি, তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং বিদেশ যাওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেয়নি।’

সংবাদ সম্মেলনে তিনি মশাল রোড শো স্থগিত করার বিষয়টি জানান। আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই রোড শোর মাধ্যমে বিএনপি বিজয়ের মাস উদ্‌যাপন শুরু করার কথা ছিল।

রিজভী বলেন, ‘আমরা কর্মসূচি স্থগিত করেছি। এই স্থগিতের কথা আপনাদের জানালাম। কারণ, ব্যাপক প্রস্তুতি চলছিল সারা দেশে, বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেখান থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। এরপর বিভিন্ন বিভাগে সভা এবং রোড শো করে কর্মসূচি চলার পরিকল্পনা ছিল।’

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে মশাল রোড শো স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানের দেশে ফেরার সময়ের বিষয়ে বলেন, ‘এই পরিস্থিতিতে আমাদের কাছে কোনো আপডেট নেই। উপযুক্ত সময়ে তিনি আসবেন। তিনি তাঁর মায়ের জন্য উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন। যতটুকু জানি, প্রতিমুহূর্তে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন।’

গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মশাল রোড শোয়ের বিস্তারিত জানিয়ে ছিলেন। মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রোড শো শুরু হয়ে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহাসমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন