[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রঙিন ব্যালটে গণভোট, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন

প্রকাশঃ
অ+ অ-
গণভোট | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট একদিনেই অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তের ভিত্তিতে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গণভোট একটি পৃথক ব্যালট পেপারে চারটি বিষয়ে একটি প্রশ্নের মাধ্যমে হবে। এই ব্যালট পেপার রঙিন হবে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই গণভোটে প্রবাসীসহ চার শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবে।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোট অধ্যাদেশসহ বৈঠকে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে, ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের উপায়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁর ওই ভাষণের আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ আদেশ জারি করেন। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট একই দিনে করার সিদ্ধান্ত জানানো হয়। এর মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ আইনি স্বীকৃতি পায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন