মেট্রোরেলের ছাদে উঠলেন দুই ব্যক্তি
![]() |
| মেট্রোরেলের ছাদে উঠে পড়া একজন নেমে আছেন। আজ রোববার রাতে ঢাকার সচিবালয় স্টেশনে | ছবি: ভিডিও থেকে নেওয়া |
রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আজ রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
তিনি বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়ানোর পর দুই ব্যক্তি বগির ছাদে উঠে পড়েন। বিষয়টি টের পাওয়া মাত্রই মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। তাঁদের একজন কিছুক্ষণ ছাদে ছিলেন, আরেকজন পালিয়ে যান। এটি নাশকতার উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফারুক আহমেদ জানান, উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা—দুই দিকেই ট্রেন চলাচল বন্ধ আছে। মেট্রোরেলের সব বগি ও ট্রেন পরীক্ষা করা হচ্ছে। সব ঠিক থাকলে চলাচল আবার শুরু হবে।
ডিএমটিসিএলের এক ঘোষণায় বলা হয়েছে, সচিবালয় স্টেশনের ছাদে দুই ব্যক্তি ওঠার ঘটনায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
পরে আজকেই মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। রাত ৯টার পর পাঠানো বার্তায় জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুটি কারের মাঝে দুজন ব্যক্তি উঠে পড়ায় রাত ৮টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়। আজকের বাকি সময় আর ট্রেন চলবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

একটি মন্তব্য পোস্ট করুন