[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি ঝুঁকিতে পড়বে: মামুনুল হক

প্রকাশঃ
অ+ অ-
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন 

অন্তর্বর্তী সরকার একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা দিয়ে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মামুনুল হক এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিবৃতিতে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করার ঘোষণা দিয়ে এবং একই প্রশ্নের মধ্যে আলাদা চারটি অংশ রেখে গণভোটকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে। এর ফলে জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতিও ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে মামুনুল হক বলেন, দলীয় প্রতীকে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট একসঙ্গে হলে জনগণের মনোযোগ বিভ্রান্ত হবে। গণভোটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মানুষ ঠিকভাবে বুঝে মত দিতে পারবে না। এতে গণভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বতন্ত্র গণভোটের গণদাবি পূরণ না করে, তাহলে তা অভ্যুত্থানের আদর্শ ও স্বীকৃতিকে ঝুঁকিতে ফেলার দুঃখজনক সিদ্ধান্ত হবে।

বিবৃতিতে মামুনুল হক জানান, শিগগিরই দলীয় ফোরাম ও আন্দোলনরত আট দলের জোটে বৈঠক করে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন