[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তা’মীরুল মিল্লাত মাদরাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশঃ
অ+ অ-
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা | ছবি: পদ্মা ট্রিবিউন

গাজীপুরে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযুক্ত তিন শিক্ষকের বহিষ্কারের কারণে মাদ্রাসাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্ব পর্যন্ত সব ক্লাস এবং আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। একই সঙ্গে অভ্যন্তরীণ অন্যান্য নির্ধারিত কার্যক্রমেও সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

খোঁজে জানা গেছে, চার দফা দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা দেখা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ এবং কামরুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি না কাটায় আজ মাদ্রাসা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়।

এ বিষয়ে অধ্যক্ষ মো. হেফজুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে তাঁর মুঠোফোনে কল করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন