শ্রীপুরে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
![]() |
| আগুনে মিনিবাসটির একটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চালক আগুন দ্রুত নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবে একটি আসনের আংশিক অংশ পুড়ে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাতেই এমসি বাজার এলাকায় প্রভাতী নামের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড়ানো ছিল। ভিতরে ঘুমোতে থাকেন চালক। রাত দুইটার দিকে বাসটির সামনের একটি আসনে আগুন দেখতে পান তিনি এবং তা দ্রুত নিভিয়ে দেন।
মিনিবাসটি দিয়ে গার্মেন্টস শ্রমিক আনা-নেওয়া হয় বলে জানান মালিক আবদুস সামাদ। তিনি বলেন, রাতে চালক তাঁকে ফোন করে ঘটনাটি জানান, কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা জানতে পারেননি।
অন্যদিকে আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই মিনিবাসে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় একজন ব্যক্তি বাসটিতে আগুন দিচ্ছেন। একপর্যায়ে তিনি আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
১১ সেকেন্ডের ওই ভিডিও দেখে আবদুস সামাদ জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তাঁর বাসের কি না, তা নিশ্চিত হতে পারছেন না। আগুনে বাসের একটি আসনের সামান্য অংশ পুড়েছে, তবে বাসটির গঠন, রং ও অন্যান্য বৈশিষ্ট্য দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওতে দেখানো বাসটিই এটি।
ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানার ওসি মহম্মদ আবদুল বারিক। তিনি বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম, কিন্তু এমন কোনো ঘটনার অস্তিত্ব পাইনি। কেউ কিছু বলতেও পারছে না, ক্ষতিগ্রস্ত গাড়িটিও পাইনি।’

Comments
Comments